৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম-এর বিরুদ্ধে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিবগঞ্জ উপজেলার তত্ত্বাবধানে শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর–হামিদনগর আঞ্চলিক সড়কে পিচ-কার্পেটিং কাজ চলাকালে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)সকালে সরেজমিনে দেখা যায়, চলমান সড়ক নির্মাণকাজে উন্নতমানের (১ নম্বর) ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের (২ ও ৩ নম্বর) ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, নির্ধারিত মান অনুযায়ী ইট ব্যবহার না করলে এ রাস্তা দীর্ঘদিন টিকবে না। তারা বলেন, “আমরা চাই রাস্তার কাজ সঠিকভাবে ও টেকসই উপকরণ দিয়ে করা হোক।”

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. ওয়হাবুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কোনো নিম্নমানের (২ নম্বর) ইট ব্যবহার করছি না। সম্পূর্ণ কাজই উন্নতমানের (১ নম্বর) ইট দিয়ে করা হচ্ছে।”

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৪ লাখ ২২ হাজার ৬২১ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, “নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, “বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top