৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

“শীতের উষ্ণতা ছড়াতে, আসুন শীতার্তদের পাশে দাঁড়াই” এই শ্লোগান কে সামনে রেখে শীতার্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চত্বরে “উষ্ণ হাসি” প্রকল্পের আওতায় যুব রেড ক্রিসেন্ট সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের যুব সদস্যরা এই শীতবস্ত্র অসহায় ও ছিন্নমুল শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করেন। এই শীতবস্ত্র বিতরণে সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব, যুব রেড ক্রিসেন্টের দলনেতা রুহান আহমেদ সাদী, উপ দলনেতা আদি, উপ দলনেতা মাহাদী, বিভাগীয় দলনেতা লাবিব, জন, আজমাইন, নাফি প্রমুখ।

এ বিষয়ে যুব রেড ক্রিসেন্টের দলনেতা রুহান আহমেদ সাদী বলেন, আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা আহবান জানিয়েছিলাম আপনাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহার যোগ্য এমন উষ্ণ শীতবস্ত্র সংগ্রহ করেছি এবং সেই শীতবস্ত্রগুলো দুই শতাধিক শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top