মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি’র প্রাথী হারুন অর রশিদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার জামালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খামারমাগুরা গ্রামে ইমান আলীর বাড়ীতে ইমান আলীর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ তমিজ উদ্দিন মৃধা, নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম আহ্বায়ক মোঃ রনজুরুল সরদার, আব্দুল মান্নান মৃধা, জাহিদুল আলম, শওকত খান, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ নাজমুল হোসেন সেখ, জামালপুর যুব দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান ইতু, জামালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলীবুদ্দী খান, ৩ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ডাঃ মিলন হোসেন ৪নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্নু মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্টান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান মোল্লা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় হারুন ভাইয়ের নেতৃত্বে আমরা ধানের শীষের বিজয়ের লক্ষে আপনাদের কাছে আসছি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে হারুন অর রশিদ হারুন ভাইকে সংসদে পাঠাবেন। তিনি নির্বাচিত হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। তিনি মেহনতি মানুষের জন্য কাজ করবেন। আগামী ৭ তারিখে জামালপুর ইউনিয়নব্যাপী তিনি প্রচারনা ও গনসংযোগ চালাবেন এবং আপনাদের সাথে দেখা করবেন।