৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
গণসংযোগে কায়কোবাদ বলেন, বড়ইয়াকুড়ির কাছে আমি কৃতজ্ঞ আমার মায়ের ঘর বড়ইয়াকুড়ি আমার ও জন্ম বড়ইয়াকুড়ি

আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন।
সৈয়দ শরিফ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, জাহাপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত আহমেদ, সৈয়দ আতিকুল্লাহ পিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, আলিনেওয়াজ মেম্বার, দেলোয়ার হোসেন চিশতী, ডাঃ জসিম, খোকন, মো. সোহাগ, মো. ফাহাদ, বাবুল, বাহাদুর, টিটু, শরিফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top