৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

উজিরপুরের ঐতিহ্যবাহী শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শামিমা নাসরিন উর্মি।

সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক দেবাশীষ বিশ্বাস, আতিকুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে হলে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top