সুমাইয়া খাতুন, ঢাকা প্রতিনিধি:
ঢাকা-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী সাজ্জাদ আল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্ষীয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়ের দীর্ঘ ৬৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, চিন্তা ও স্বপ্নের কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, গয়েশ্বর চন্দ্র রায় তাঁর রাজনৈতিক জীবনের অর্জিত অভিজ্ঞতা তরুণদের সামনে তুলে ধরেন, যা শুনতে শুনতে অজান্তেই প্রায় দুই ঘণ্টা সময় পার হয়ে যায়। তবুও আলোচনাটি যেন এইমাত্র শুরু হয়েছে—এমন অনুভূতি তৈরি হয়।
পোস্টে সাজ্জাদ আল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম প্রবীণদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নিয়েই আগামীর রাজনীতি গড়ে তুলতে চায়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, তরুণরাই দেশের পক্ষের শক্তি হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে নিজেদের প্রস্তুত করবে এবং দেশের মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ এমন একটি সুস্থ ও শিষ্টাচারপূর্ণ রাজনৈতিক ধারা প্রত্যাশা করে—যেখানে থাকবে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধা-স্নেহ। প্রতিহিংসা বা বিভেদের রাজনীতির পরিবর্তে একমাত্র লক্ষ্য হবে দেশকে উন্নয়নশীল করা এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য ও দৃষ্টিভঙ্গি আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে এবং তরুণ নেতৃত্বের মধ্যে দায়িত্বশীল ও মানবিক রাজনীতির প্রতিফলন ঘটায়।