৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন, অভিযুক্ত গ্রেপ্তার

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাইজিদ (২১)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাইজিদ আঃ সত্তার হাওলাদার ও মাতা মুকুল বেগমের সন্তান। নিহত আলী আহম্মেদ (৫০) গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৮ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে নয়াবাড়ী এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা বাইজিদ দেশীয় অস্ত্র দিয়ে তার চাচা আলী আহম্মেদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজাকে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি উঠে এসেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top