৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় যুব ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উৎসবমুখর পরিবেশে যুব ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টায় দীঘিনালা যুব সমাজ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
১০ কিলোমিটার দীর্ঘ এই যুব ম্যারাথনে মোট ১৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকাল থেকেই প্রতিযোগীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
ম্যারাথনের উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুব ম্যারাথন ২০২৪-এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুলাল হোসেন, প্রভাষক, দীঘিনালা ডিগ্রি কলেজ। যুগ্ম আহ্বায়ক ছিলেন এ কে এম বদিউজ্জামান, প্রধান শিক্ষক, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন ডা. আশরাফুল। ম্যারাথনের মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন শাহাদাত, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ মেহেদী।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাইকেল ত্রিপুরা এবং দ্বিতীয় স্থান অধিকার করেন হানজালা ছানি। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ ছাড়াও ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মেডেল ও টি-শার্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ জীবনযাপন ও খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top