৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে নির্বাচনকালীন বিজিবির দায়িত্ব ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাছান ইমাম, সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল।

ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ৩টি ভোটকেন্দ্রে—বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে—বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ৯টি ভোটকেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা বেইজ ক্যাম্পে গমন করবে এবং ৫টি প্লাটুন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব বিজিবি সদস্য নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির সদস্যরা ইতোমধ্যে দুই ধাপে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া সম্পন্ন করেছেন বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। নিয়মিত নির্বাচনী মহড়া, হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক সরবরাহকৃত সরঞ্জামের মাধ্যমে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ, ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় নন-লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রশিক্ষণ শেষে বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা সবাই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top