৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সিএনজি চালক আবু কালামের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের সিএনজি চালক আবু কালাম (৩৫) এর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার, সহকর্মী সিএনজি চালকগণ সহ এলাকাবাসী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধমে এ দাবি জানানো হয়।

মানববন্ধনকারীরা জানান, গত সোমবার (২৬ জানুয়ারি) দিবালোকে অরণ্যপাশা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন বাড়ির সামনে সিএনজি গাড়ী রাখাকে কেন্দ্র করে চালক আবু কালামকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তাঁকে বাচাঁতে গেলে নিহতের ভাই আবু তাহের ও ভাতিজা সুমন মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে আহতরা সঙ্কটনাপন্ন অবস্থায় কিশোরগঞ্জ সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফারুক মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র আলআমিন, শামীম, রবিন, তুহিন এবং আলাল এর পুত্র আজিজ সহ ৯ জনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এ নিশংস হত্যাকান্ডের ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

বর্তমানে আসামীরা এ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে সিএনজি চালক আবু কালামের হত্যকারীদের গ্রেফতার করে আইনেরর আওতার আনার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনের বক্তব্য রাখেন, মোটরযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নান্দাইল উপজেলার বারুইগ্রাম শাখার আহ্বায়ক মনিরুজ্জামান বিজয়, বিএনপি নেতা বরকত আলী, সিএনজি চালক আবুল মিয়া, রুবেল মিয়া, লুৎফর রহমান, আব্দুল আলী, খাইরুল ইসলাম ও নিহতের ভাই জালাল উদ্দিন প্রমুখ।

এসময় নিহতের পরিবারের সদস্যগণ, সকল সিএনজি চালক সহ এলাকাবাসী উপস্থিত ছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top