সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া ধুনটে নার্গিস আক্তার (২৮) নামের এক দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দীঘলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নারগিস আক্তার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে ধুনট থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মেয়ে নার্গিস আক্তার প্রায় ১০ বছর আগে দীঘলকান্দি গ্রামের গোলবার হোসেনের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান জন্মগ্রহণ করে।
এর মধ্যে ৬ বছর আগে তাদের পাঁচ বছর বয়সী ছেলে মোরসালিন পানিতে পড়ে মারা যান। সেই সময়ের পর থেকে নার্গিস আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। শুক্রবার দুপুরের দিকে গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে নার্গিস আক্তার।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ মর্গে পাঠানো হবে।