জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল১০টায় পবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলার প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।এসময় অন্যান্যের মধ্যে সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেনসহ অন্যান্য নেতারা বক্তৃতা করেন।বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে জীবনযাপন করছেন। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে।তাদের দাবি, এমন পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
সভা থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বক্তারা।