৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

আজহারি ছাত্র থেকে সম্মানিত অতিথি: দীর্ঘ বিরতির পর মিশরে ফিরলেন ড. মিজানুর রহমান আজহারী

জাহেদুল ইসলাম আল রাইয়ান:

একসময় যিনি ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, আজ তিনি ফিরে এলেন সেই ঐতিহ্যবাহী ভূমিতে একজন সম্মানিত অতিথি হিসেবে। দীর্ঘ বহুদিন পর মিশরে পৌঁছেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজ সকাল ১১টায় তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ড. মিজানুর রহমান আজহারীর এই আগমন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মাঝে বিশেষ আগ্রহ ও আবেগের সৃষ্টি করেছে। কারণ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে গড়ে ওঠা তাঁর জ্ঞানচর্চা ও চিন্তাভাবনাই পরবর্তীতে তাঁকে ইসলামী দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে পরিচিত করে তুলেছে। আজ সেই আজহারের মাটিতে তিনি ফিরলেন অতীতের ছাত্র পরিচয় পেরিয়ে একজন স্বীকৃত ব্যক্তিত্ব হিসেবে।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দারুল আজহার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল বাসার। এ সময় দারুল আজহার-এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। পাশাপাশি মিশরে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের কল্যাণে কাজ করা মিশর জামাআতের অঙ্গসংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাজদিদ আজহারী এবং সংগঠনের অন্যতম প্রতিনিধি জহির আজহারী বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে গ্রহণ করেন। সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে এই অভ্যর্থনা সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিশরে অবস্থানকালে ড. মিজানুর রহমান আজহারী শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ইসলামী শিক্ষা, সমাজ, সমসাময়িক চ্যালেঞ্জ ও দাওয়াহভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

একসময়ের আজহারি ছাত্রের এই প্রত্যাবর্তন অনেকের কাছে কেবল একটি সফর নয়; বরং এটি স্মৃতি, সংগ্রাম ও অর্জনের এক নীরব সাক্ষ্য। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাঙ্গণ আবারও প্রত্যক্ষ করবে তারই এক ছাত্রের নতুন পরিচয়—অতীতের পথ পেরিয়ে বর্তমানের দায়িত্ব নিয়ে।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top