১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে রাজনৈতিক পরিবর্তন: বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬০ নেতাকর্মী

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আবারও ঘটলো উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একযোগে ৬০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার ৩০ জানুয়ারি শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. কেরামত আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও নতুন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই দিনে একসাথে ৬০ জন নেতাকর্মীর যোগদান শিবগঞ্জের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এর ফলে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেনি তারা।

এ ঘটনায় দাইপুখুরিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top