১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জাতীয় ওলামা-শায়েখদের সঙ্গে মতবিনিময় সভা জামায়াত মনোনীত এমপি প্রার্থীর

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়িতে জাতীয় ওলামা-শায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ি জেলার সকল উপজেলার ইমাম, আলেম ও ওলামা-শায়েখগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয় লাভ করে, তাহলে খাগড়াছড়ি আসনের উলামা কিরামদের দীর্ঘদিনের সকল যৌক্তিক সমস্যা সমাধানে বাংলাদেশ জামাতে ইসলাম অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, “আমি এই জেলার কৃতি সন্তান। পাহাড়েই আমার বেড়ে ওঠা। আমার বিরুদ্ধে আপনারা খুঁজেও কোনো দুর্নীতির অভিযোগ পাবেন না। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করে এসেছি। ইনশাল্লাহ, নির্বাচনে বিজয়ী হলে আগামীতেও আমি সত্যের পক্ষেই লড়াই করব।”

এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিতে উলামা কিরামদের সহযোগিতা একান্ত কাম্য।

সভায় বক্তারা বলেন, আলেম সমাজের মর্যাদা রক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top