৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার শুক্তাগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, রাজাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, ভান্ডারিয়া পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, গালুয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য মো. জসিম এবং ঝালকাঠি জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়াও বরিশাল জজ কোর্টের আইনজীবী শাহ আলম, এনসিপি নেতা মো. শাকিল আহমেদ, রাজাপুর উপজেলা আমীর মাস্টার কবির হোসেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতা-কর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তারা।

নবাগত নেতা-কর্মীরা জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top