৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে প্রাণ গেল কৃষক ও কাঠমিস্ত্রির

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে কৃষক ও কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)।

আজিজার কাঠমিস্ত্রি ছাড়াও তিনি গ্রামের কমিটিতে আনসার ভিডিপির সদস্য ছিলেন। দুজনই স্থানীয়ভাবে পরিচিত পরিবার-পরিজনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দামরুলের মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী হওয়ায় এবং একই পথে যাওয়ায় আজিজারও তাঁর মোটরসাইকেলে উঠেন। আজিজার পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিলেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই ছিটকে সড়কে পড়ে যান।

দুর্ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে দারিয়াপুর ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top