এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ এলাকার নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্রে যাতায়াত, সম্ভাব্য হয়রানি ও ভীতির বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও উদ্বেগ খোলামেলাভাবে উপস্থাপন করলে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মতবিনিময় সভায় আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এটি নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি সংখ্যালঘু ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে বা ভয়ভীতি প্রদর্শন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে যে কোনো ধরনের সমস্যা বা হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর মতবিনিময় সভা
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments