১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

দুর্গম পাহাড়ে বিজিবির ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নে এক মাসব্যাপী এসব মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের আরান্দিছড়া পাহাড়ি এলাকায় অবস্থিত দরজ আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়টিতে আলমিরা, ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল ও বেঞ্চ প্রদান করা হয়। পাশাপাশি ২৯৩ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং একই সংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ ছাড়া দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ে অবস্থিত টেক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৫০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মানবিক এই কার্যক্রম চলাকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top