৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্যারিস অলিম্পিকে ৫১ বছর বয়সী তুর্কি শুটার পদক জিতলেন

তুরস্কের শুটার ইউসুফ ডিকেচ প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিয়েছেন । তিনি কোন সোনা জেতেননি বা রেকর্ড গড়েননি। তবুও পুরো বিশ্বের নজর কেড়েছেন এই তুর্কি শুটার। ৫১ বছর বয়সে পদক জিতেছেন তিনি।

ইউসুফ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপা জিতেছেন । তুরস্কের ক্রীড়াবিদ এই সেখানে সঙ্গী সেভাল ইলায়দা তারহানকে নিয়ে রুপা জেতেন। সোনা জয়ের লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে। তবুও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার।

সাধারণত শুটিংয়ে শুধু বন্দুকের পাশাপাশি আরও কিছু সরঞ্জাম দরকার হয়। একটি একটি বিশেষ চশমা পরতে হয়। যার এক দিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। সেইসঙ্গে বাইরের আওয়াজ যাতে কানে না আসে তার জন্য একটি বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়।

তবে এইসব কিছুই ব্যবহার করেননি ইউসুফ। সাধারণ চশমা তুরস্ক লেখা সাদা রঙের একটি টি-শার্ট পরে লড়াইয়ে নেমেই পদক জিতেছেন এই শুটার। যা বেশ অবাক করেছে ভক্তদের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top