১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিক্ষোভকারীরা লিওনেল মেসির বাড়ি গুঁড়িয়ে দিলেন

লিওনেল মেসি স্পেনের ইভিজা দ্বীপে অবকাশ যাপনের জন্য মনোরম ও সৌন্দর্যময় একটি বাড়ি নির্মাণ করেছিলেন। এক দল বিক্ষোভকারী আর্জেন্টাইন তারকার সেই দৃষ্টিনন্দন বাড়িটি ভেঙে দিয়েছে। তারা জলবায়ু পরিবর্তন রোধে এমনটি করেছেন বলে জানিয়েছেন। সেসব বিক্ষোভকারীরা নিজেদের ক্লাইমেট চেঞ্জ এক্টিভিস্ট বলে দাবি করেছেন।

ভূমধ্যসাগরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের লীলাভূসি ইভিজাতে ১ কোটি ২০ লাখ ডলার খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। লাল ও কালো রংয়ের দেয়াল দিয়ে বাড়িটি আচ্ছাদিত করেছিলেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার।

২০২২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে বাড়িটিতে থাকেন না মেসি। তবে অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে সেখানে যেতেন তিনি।

বাড়িটি ভাঙচুরের পর সেখানে ব্যানার নিয়ে ছবি তুলেছেন বিক্ষোভকারীরা। ব্যানারে ইংরেজি ভাষায় একটি স্লোগান লেখা ছিল। যার বাংলা অর্থ হলো- গ্রহকে (পৃথিবী) সাহায্য করুন। ধনীদের বিতাড়িত করে দাও। পুলিশকে বিলুপ্ত করো।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই বিক্ষোভকারীদের এমন কাজে মেসির পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি স্পেনের সরকারকে মেসির পরিবার ও স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব বিক্ষোভকারীদের তিনি সমাজতান্ত্রিক (কমিউনিস্ট) ঘরানার লোক বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলেই লিখেছেন, ‘স্পেনের কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনী ব্যক্তিদের হত্যা এবং পুলিশকে বাতিল করতে চায়। তারা লিওনেল মেসি এবং তার পরিবারের একটি বাড়ি ভাঙচুর করেছে।’

‘আমি এই কাপুরুষোচিত এবং বিভ্রান্তিকর ঘটনার জন্য মেসি পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আমি পেদ্রো সানচেজের সরকারকে স্পেনে বসবাসকারী আর্জেন্টিনার নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলেছি। কমিউনিজম হলো একটি আদর্শ যা সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা উদ্বুদ্ধ হয়। স্বাধীন ও সভ্য বিশ্বে এর কোনো স্থান নেই।’

বিক্ষোভকারীদের দাবি, বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করেছেন মেসি। আর ধনীদের এসব কারণে দিনদিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। স্পেন সরকার যেন জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগ নেয়, সেজন্য এমনটি করেছেন তারা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসায় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মেধা ও মননের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের

খোকসা-ভেড়ামারা প্রীতি ক্রিকেট ম্যাচে ভেড়ামারার জয় — সম্প্রীতির বন্ধনে অনন্য এক আয়োজন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা ও ভেড়ামারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চমৎকার প্রীতি ক্রিকেট ম্যাচ, যা ছিল কেবল একটি

যুদ্ধাবস্থায় আইপিএল স্থগিত, বিদেশি ক্রিকেটারদের ভারত ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নিরাপত্তার ঝুঁকির মুখে এমন সিদ্ধান্ত নিতে

বালিয়াকান্দিতে ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ৭ উইকেটে সোবহান স্মৃতি ক্রিকেট একাদশ চাম্পিয়ন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসমলামপুর ইউনওয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে শহীদ জিয়া

Scroll to Top