৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে

বিএনপি ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, সে বিষয়ে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। জাতিসংঘও এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাব।’

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১০ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও বলেন, ‘আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও চিঠি দেব।’

মির্জা ফখরুল জানান, ‘সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ৫০ জন শ্রমিককে এ আন্দোলন সমর্থন জানানোর জন্য বন্দি করা হয়েছে। তাদের মুক্তির জন্যও আমরা সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব।’

তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। দেশে-বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলা হচ্ছে, যা আমরা সঠিক মনে করি না। কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক ঘটনা।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top