৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন নিউইয়র্কে শেষ হলো

দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হয়েছে। নিউইয়র্কের শো টাইম মিউজিক শনি ও রোববার নিউইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরেন। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানিয়েছেন এ সম্মেলনের আয়ের অর্থ বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য পাঠানো হবে।

দুই দিনের এ সম্মেলনে বক্তব্য দেন- শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, ব্যবসায়ী শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহাংগীর হোসেন বাবুল, ইশতিয়াক রুমি, আব্দুর রশিদ ও ইঞ্জিনিয়ার খালেক প্রমুখ।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালোবাসার লাল সবুজ।

বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় বাংলাদেশ সম্মেলন।

তিনি বলেন, দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে ছিল না কোন প্রবেশ মূল্য। অনুষ্ঠানে ছিল সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- চন্দন চৌধুরী, নিলীমা শশী, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, প্রেমা রহমান, প্রমি তাজ, মিঠু মাহমুদ, নিপা জামান, শাহ মাহবুব, রানো নেওয়াজ, বাবুল ফকরুল, আফতাব জনি, কাজল, মনিকা দাস, আনিক রাজ, আমান, বিন্দু কণা, পুলক, নাজু আখন্দ ও আমান।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে ইতালি পাদোভা শহরে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা উদযাপন

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী)ইতালি প্রতিনিধি : ইতালি ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে ও বৈশাখী মেলায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ ও শহর হতে

ইতালি মিলান শহরে প্রবাসী মাদারীপুরের আরাফাতকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রবাসী নাহিদ চৌকিদারের বিরুদ্ধে

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকার কুদ্দুস খন্দকারের ছেলে ইতালি প্রবাসী আরাফাত খন্দকারকে ইতালি মিলান শহরে কুপিয়ে জখম করার অভিযোগ

২৫ এপ্রিল ২০২৫ ইতালি ৮০ বছর মুক্তি দিবস উদযাপন

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি: আজ ইতালি মেস্ত্রে এলাকায় ৫ হাজার মানুষ রাস্তায় নেমেছিল ২৫ এপ্রিল, মুক্তি দিবস পালন করতে। কত আবেগ, কত

ইতালির আইনে প্রতি সপ্তাহে ৯৯৯ ইউরোর বেশি টাকা পাঠানো নিষিদ্ধ

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি : ইতালি থেকে ইতালি বা ইতালি থেকে বাহিরের যেকোনো দেশে মানি ট্রান্সফার এর মাধ্যমে প্রতি সপ্তাহে একজন ব্যক্তি

Scroll to Top