২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করতেন। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এ ছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে পূর্বে ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ওয়াফা নিউজ এজেন্সি বলছে, এই হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top