২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান রয়েছে, রাজ্যপালকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

শিক্ষার্থীরা মণিপুরে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে। রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে বিপুলসংখ্যক স্কুল ছাত্র এই বিক্ষোভ করে যাচ্ছে।

জানা গেছে, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই আল্টিমেটামের সময়সীমা শেষ হবে।

শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজভবনের সামনে অবস্থান করবে। রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার কিছু উত্তেজিত বিক্ষোভকারী ইট-পাথর ছুঁড়লে নিরাপত্তা কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজভবনের সামনে থেকে সরে গিয়ে ইমা মার্কেটে অবস্থান নেয়। সেখানেই রাতভর বিক্ষোভ করে তারা।

অন্যদিকে, রাজভবন, ইমা মার্কেট ও আশেপাশের এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের কথাও ভাবছে রাজ্য সরকার। তবে পুলিশ সদস্যরা ইমা মার্কেট খালি করতে বললেও, বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানিয়ে সেখানেই অবস্থান করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top