৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বপ্নের নায়ক বেঁচে থাকলে ৫৪ তে পা দিতেন

স্বপ্নের নায়ক সালমান শাহ আজও কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে আছে। জন্ম ও মৃত্যু তার একই মাসে। সেপ্টেম্বর মাসটি ভক্তদের জন্য আনন্দ-বেদনার মাস। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তাকে নিয়ে বছরজুড়েই নানা রকম আয়োজন করে থাকেন তার ভক্তরা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্ম নেন সালমান শাহ।

আজ ক্ষণজন্মা এ অভিনেতার ৫৩তম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৫৪তে পা দিতেন তিনি। অল্প সময়ে ছোট-বড় সবার মন কেড়ে নেন এ নায়ক। তবে হঠাৎ করে ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। তার শোকে সে সময় অনেকের স্বেচ্ছামৃত্যুর খবরও শোনা গিয়েছিল। তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। তার মা নীলা চৌধুরীর দাবি, সালমান আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তার জন্মবার্ষিকীকে ঘিরে আজ দেশের বিভিন্ন এলাকায় ভক্তদের তৈরি ‘সালমান শাহ ফ্যান ক্লাব’ নানান অনুষ্ঠানের আয়োজন করছে বলে শোনা যায়। সোশ্যাল মিডিয়াতেও তার স্মরণে থাকবে নানা ধরনের পোস্ট।

সালমানই একমাত্র নায়ক, সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভ্যাস দূর করেছিলেন  সালমান। তাই তার ক্যারিয়ারের ২৭টি সিনেমার সবকটিই ছিল ব্যবসাসফল।
দক্ষ অভিনয়, সুদর্শন চেহারা, আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন স্বপ্নের এ নায়ক। ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত পান এ ড্রিম বয়। যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত।

সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয়-জীবন শুরু করেছিলেন এ তারকা। সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’, আর বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’। তারপরই সিনেমায় অভিনয়ের মাধ্যমে নব্বই দশকে চলচ্চিত্রে এসে রোমান্টিক ঘরানার এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান।

মাত্র তিন বছরের ক্যারিয়ারে সর্বমোট ২৭টি সিনেমায় কাজ করেন সালমান। এর ১৩টিতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোঃ ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি। এসব সিনেমা দিয়ে আজও অমর হয়ে আছেন এ তারকা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

“স্বপ্ন যার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি: “স্বপ্ন যার, ফ্রিজ তার” স্লোগানে ই-কমার্স প্রতিষ্ঠান বাজার হোম এর জন্য সম্প্রতি একটি প্রোমোশনাল বিজ্ঞাপনে কাজ করেছেন বাংলা নাটকের তুমুল

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার স্থানীয় যুব সমাজ খন্দকার বাড়ির মাঠে

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর তাকে গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ দাবি জানিয়েছে। জানা

ঋত্বিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, বিয়ের প্রশ্নই আসে না: কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডে নিজের পথচলা শুরুর পর থেকেই কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—বিভিন্ন সহ–অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে কারিনা কাপুরের। তবে শাহিদ কাপুরের সঙ্গে

Scroll to Top