৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে সিরিজে ৪৬ রানের জয় ইংল্যান্ডের

হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৬ রানের জয় পায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ৭ উইকেটে করা ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৪ রান করে ফেলে ইংল্যান্ড। এরপর শুরু হয় সেস্টার লি স্ট্রিটের আকাশ থেকে পড়তে শুরু করে ভারী বর্ষণ।

অতিবৃষ্টির কারণে ম্যাচ চালু করার মতো অবস্থা ছিল না। অবশেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির শরণাপন্ন হন আম্পায়াররা। তারা হিসেব করে দেখেন, ওই মুহূর্তে ইংল্যান্ড এগিয়ে আছে ৪৬ রানে।

মঙ্গলবার সেস্টার লি স্ট্রিটে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৬৫ বলে ৭৭ রানের (৭ চার ১ ছক্কা) হার না মানা ইনিংস খেলেন ছয় নম্বরে ব্যাট করতে নামা অ্যালেক্স ক্যারে। তার ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি এটি।

৮২ বলে ৬০ রান করেন স্টিভেন স্মিথ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি। এছাড়া অপ্রত্যাশিত রানআউটের আগে ২৬ বলে ৪৪ রান করেন অ্যারন হার্ডি। ৪৯ বলে ৪২ রান করেন ক্যামেরন গ্রিন।

শেষদিকে ২৫ বলে ৩০ রান যোগ করেন গ্লেন ম্যাক্সওয়েল। এতে অসিদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩০৪ রান।

৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ১১ রানে ২ ওপেনারকে হারায় ইংলিশরা। ০ রানে আউট ফিল সল্ট। ৮ রানে সাজঘরে বেন ডাকেট।

এরপর তৃতীয় উইকেটে উইল জ্যাকসকে নিয়ে ১৫৬ রানের বিশাল জুটি করেন ব্রুক। এই জুটিতেই মূলত এগিয়ে যায় ইংল্যান্ড। ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলে ফেরত যান জ্যাকস। ক্যামেরন গ্রিনের বলে শন অ্যাবটের হাতে জ্যাকস ধরে পড়লে জুটি ভাঙে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top