১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুমিনুলের অনবদ্য সেঞ্চুরির পরও ২৩৩ রানে থামলো বাংলাদেশ 

কানপুর টেস্টের প্রথম দিনে ৩৫ ওভার খেলা হবার পর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। অবশেষে তৃতীয় দিনে খেলা মাঠে গড়িয়েছে। মুমিনুল হকের অনবদ্য সেঞ্চুরির পর অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সুবিধা করতে পারেননি লিটন।

দলীয় ১৪৮ রানে ৩০ বলে ১৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ১৭২ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

তবে বিরতি থেকে ফিরে ২২৪ রানে ৪২ বলে ২০ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ৭৪ ওভার ২ বলে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৭ বলে ১৯৪ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ নেন ৩টি উইকেট।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাস-আল-খাইমাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে দুবাই কনসাল জেনারেলের বিনিয়োগ ও বাণিজ্য আলোচনা

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক

হঠাৎ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন (ডিএনসিসি)

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।ইতোমধ্যে এই রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা

ঢাকা ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি: যোগাযোগের নম্বর প্রকাশ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের তৎপরতা জোরদার করেছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১২টার কিছু আগে রাজধানীর

Scroll to Top