৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জালের কনসার্ট ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ এ যে কারণে সেনাবাহিনী

প্রায় ১৪ বছর পর পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ঢাকায় গাইতে এসেছে। গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ওপেন কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে জানানো হয়, বৃষ্টির কারণে শো স্থগিত করা হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় নিরাপত্তাজনিত কারণে সেখানে কনসার্ট করতে দেওয়া হয়নি। পরে ভেন্যু বদলে শনিবার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বিকাল ৫টায় শুরু হয় কনসার্ট।

সেনাবেষ্টিত কনসার্ট ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ এর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে! এ দৃশ্য হতবাক করেছে অনেককে। তবে কনসার্টের ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে কনসার্টস্থলে সেনাবাহিনীকে উপস্থিত থাকতে হল।

পাকিস্তানি ব্যান্ড জাল ও বাংলাদেশের অর্থহীনসহ আরও কয়েকটি ব্যান্ডের গান শুনতে এদিন দুপুরের পর অনুষ্ঠানস্থলে দর্শক-শ্রোতা বাড়তে থাকে। কনক্লুশন ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে শুরু হয় কনসার্ট। সময় গড়াতে থাকলে বাড়তে থাকে দর্শক। ভেন্যুতে প্রয়োজনীয় এলইডি স্ক্রিন না থাকা, গেট ভেঙে ঢুকে দর্শকদের প্রবেশ করার ঘটনাও ঘটে। জানা গেছে, কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে দর্শকদের হইচই বাড়তে থাকলে মঞ্চে পরিবেশনরত ব্যান্ড ভাইকিংস গান বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর আবারও কনসার্ট শুরু হয়। ততক্ষণে ভেন্যুতে হাজির হয় সেনাবাহিনী।

শ্রোতাদের শান্ত করতে মঞ্চে আসেন আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনন্দ চৌধুরী। চারপাশ থেকে সবাই যাতে কনসার্ট দেখতে পারে, সেজন্য তিনি নর্থ কোর্টের সামিয়ানা খুলে দেওয়ার অনুরোধ করেন। তাতেও বিশৃঙ্খলা বন্ধ হয় না। এরপর মঞ্চে উঠে যমুনা গ্রুপের পরিচালক আলমগীর আলম বলেন, ‘এই কনসার্ট ঢাকার পূর্বাচলে হওয়ার কথা ছিল। নিরাপত্তার কারণে সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। পরে নর্থ কোর্টে কনসার্ট করার অনুমতি দেওয়া হয়। কিন্তু আপনাদের বিশৃঙ্খলার কারণে এখানকার দোকান-মালিকরা আতংকে আছে। বারবার তারা কনসার্ট বন্ধ করার অনুরোধ করছেন। আমরা নিরাপত্তার জন্য সেনাবাহিনী ডেকেছি।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top