৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিজানুর রহমান আজহারী কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মুখে

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মখে পড়েছেন । দেশটির ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে । শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বলে জানায় একটি সূত্র।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ও কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনো মালয়েশিয়ার ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। ওই অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন থেকে দূতাবাসে যোগাযোগ করলে কোনো রেসপন্স না পাওয়ায় এখনো বিমানবন্দরের ভেতরে আছেন তিনি।

এ বিষয়ের সত্যতা নিশ্চিতে জনপ্রিয় এই ইসলামী বক্তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, মিজানুর রহমানকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে আটক করার কথাটি সত্য নয়। পরে বিস্তারিত জানাবেন বলে কলটি কেটে দেন মুরাদ।

আজহারীর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে ও তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, তাও এখনো জানানো হয়নি। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকেও এর বেশিকিছু জানানো হয়নি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে ইতালি পাদোভা শহরে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা উদযাপন

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী)ইতালি প্রতিনিধি : ইতালি ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে ও বৈশাখী মেলায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ ও শহর হতে

ইতালি মিলান শহরে প্রবাসী মাদারীপুরের আরাফাতকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রবাসী নাহিদ চৌকিদারের বিরুদ্ধে

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকার কুদ্দুস খন্দকারের ছেলে ইতালি প্রবাসী আরাফাত খন্দকারকে ইতালি মিলান শহরে কুপিয়ে জখম করার অভিযোগ

২৫ এপ্রিল ২০২৫ ইতালি ৮০ বছর মুক্তি দিবস উদযাপন

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি: আজ ইতালি মেস্ত্রে এলাকায় ৫ হাজার মানুষ রাস্তায় নেমেছিল ২৫ এপ্রিল, মুক্তি দিবস পালন করতে। কত আবেগ, কত

ইতালির আইনে প্রতি সপ্তাহে ৯৯৯ ইউরোর বেশি টাকা পাঠানো নিষিদ্ধ

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি : ইতালি থেকে ইতালি বা ইতালি থেকে বাহিরের যেকোনো দেশে মানি ট্রান্সফার এর মাধ্যমে প্রতি সপ্তাহে একজন ব্যক্তি

Scroll to Top