১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা নিয়ে মুখ খুললেন নাসুম

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে সাবেক হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে আঘাত করেন। নাজমুল হাসান পাপনের বোর্ড সে ঘটনা চেপে যেতে চেয়েছিল, তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই ঘটনার জন্য লংকান কোচকে দায়ী করে বরখাস্ত করেছেন।

অবশেষে হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুলেছেন নাসুম। ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্চিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।’

‘এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না’-যোগ করেন এই স্পিনার।

সে ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। তার পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছে জানিয়ে নাসুম বলেছেন, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (ওয়াল্ড কাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি।’

তবে পরে সে অধ্যায় ভুলে আবার ছন্দে ফিরেছেন তিনি, ‘পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top