২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাখো মুসল্লির ঢলে টঙ্গীতে আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম-বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে ময়দান। আজ ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এবারই প্রথম তিন পর্বে হচ্ছে ইজতেমা। প্রথম পর্ব শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব। এ দুটি শূরায়ী নেজাম বা জুবায়েরপন্থিদের। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থিরা।

সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুর থেকেই জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেন। দেশের ৪১টি জেলাসহ বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে ময়দানের প্রতিটি খিত্তায় মুসল্লিদের উদ্দেশে তালিম শুরু হয়েছে। বাদ মাগরিব সমবেত মুসল্লিদের উদ্দেশে উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় তরজমা করেন স্বাগতিক বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ওমান, সৌদিআরব, ইয়েমেন, কিরগিজস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিসর, সিঙ্গাপুর, জর্ডানসহ বিশ্বের ৪২টি দেশের প্রায় ১ হাজার ২২৫ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৩৭৫ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসে দায়িত্বরত সরকারি সূত্রে জানা গেছে।

দেশি-বিদেশি ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরামরা ছয় উসুল যথা-ঈমান, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান করছেন। মূল বয়ান সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের মাঝে স্ব স্ব ভাষায় ভাষান্তর করা হচ্ছে।

মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত ব্যবস্থাপনা পত্রে বিষয়টি জানা যায়। আজ জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ দুপুর ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে। বিশেষ ট্রেন হিসাবে জামালপুর ও টাঙ্গাইল থেকে শনিবার ২টি ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর একটা ২০ মিনিটে। এছাড়া ২ ফেব্রুয়ারি মোনাজাতের দিন পরিচালনা করা হবে ১০টি ট্রেন।

ইজতেমা মাঠের আশপাশে গজিয়ে উঠেছে হাজারো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় ভিট ভাড়ার নামে টঙ্গী বাজার, হোন্ডারোড, কামার পাড়া, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, স্লুইসগেট এলাকায় ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top