১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এরশাদ মিয়া (২৫) সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মিয়া শহরের চৌয়ালাস্থ চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন, আলোচনা করে বিস্তারিত তথ্য জানা যাবে। সেই সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top