১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রেমিককে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ইকবাল মাহমুদ, ক্যাম্পাস প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ

প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক ছাত্রী। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের এক মেসে এই ঘটনা ঘটে।

জানা যায়, তিনি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পপুলেশন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীর সঙ্গে প্রেমঘটিত কারণে ভিডিও কলে কথা হতে থাকে ওই ছাত্রীর। কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ছেলের চিৎকারে অগ্নিবীণা হলের অন্য শিক্ষার্থীরা মেয়েটিকে বাঁচাতে তাঁর মেসের দিকে যায়। এরপর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে প্রেমিকার এ অবস্থা দেখে একাধিকবার পাঁচতলা হলের চারতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সেই ছাত্র। তবে আশপাশের শিক্ষার্থীরা তাঁকে সরিয়ে আনেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাইভেট মেডিকেল সেন্টারের ডাক্তার তাকে নিরাপদ বলে আশ্বস্ত করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে দুদিনের পর্যবেক্ষণে রাখা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিন কে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম। রোববার (১১ মে) তাকে

কাড়ামুক্তির পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তুহিনের শ্রদ্ধা নিবেদন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কর ফাঁকিও অবৈধ সম্পদ অর্জনের দুইটি মামলায় জামিনে কারামুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর

ময়মনসিংহের ধোবাউড়ায় ০২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারী আটক

সৈকত সরকার সৌরভ,ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ধোবাউড়া থানা পুলিশ ইং ১১/০৫/২০২৫ তারিখ

Scroll to Top