৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে খেসারি চাষে কৃষকদের স্বপ্ন, বাম্পার ফলনের আশা

মাহিম খান রোমান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ধান চাষের পাশাপাশি ঝালকাঠির কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে খেসারি চাষের আগ্রহ। জেলার বিস্তীর্ণ ফসলি জমিতে এখন দিগন্তজুড়ে সবুজ খেসারির নীলাভ ফুল। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠির চার উপজেলায় ৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে খেসারি ডালের চাষ হয়েছে। সদর উপজেলায় ১ হাজার ৬২৬ হেক্টর, নলছিটিতে ৮৭৬ হেক্টর, রাজাপুরে ২ হাজার ৪৩ হেক্টর এবং কাঠালিয়ায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে এই ডাল চাষ হয়েছে।

কৃষকেরা জানান, আমন ধান কাটার আগেই জমিতে খেসারির বীজ ছিটিয়ে দেন, যা ‘রিলে ফসল চাষ পদ্ধতি’ নামে পরিচিত। এতে জমি তৈরি করতে বাড়তি খরচ হয় না। সাধারণত নভেম্বর মাসে বিঘাপ্রতি ৫-৬ কেজি বীজ ছিটিয়ে দেওয়া হয়। এরপর ধান কাটার পর খেসারি দ্রুত বেড়ে ওঠে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সাধারণত রিলে পদ্ধতিতে সার ব্যবহারের প্রয়োজন হয় না। তবে বীজ বপনের সময় বিঘাপ্রতি ৬ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ৫ কেজি পটাশ সার ব্যবহার করলে ফলন আরও ভালো হয়।

কৃষকেরা বলছেন, এক বিঘা জমিতে খেসারি চাষ করতে খরচ হয় মাত্র ১ হাজার টাকা। অথচ এক বিঘা জমি থেকে ২০০ কেজির বেশি খেসারি ডাল পাওয়া যায়, যা বর্তমান বাজারদর অনুযায়ী বিক্রি করলে আয় হয় ১০ হাজার টাকার বেশি।

গত বছর প্রতি মণ খেসারি ডালের দাম ছিল ২ হাজার থেকে ২,৫০০ টাকা। এবার বাজারদর আরও বাড়তে পারে বলে আশা করছেন চাষিরা। শুধু ডাল নয়, খেসারির লতাও শাক হিসেবে বেশ জনপ্রিয়। এ ছাড়া শুকনো লতা গো-খাদ্য হিসেবেও বিক্রি হচ্ছে, যা কৃষকদের বাড়তি আয় দিচ্ছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, খেসারি গাছের শেকড়ে তৈরি হওয়া নডুউল মাটির উর্বরতা বাড়ায়। এছাড়া, ফসল তোলার পর ধানের নাড়া মাটির সঙ্গে মিশিয়ে দিলে জমির লবণাক্ততা কমে যায়, ফলে পরবর্তী ফসলের ফলনও ভালো হয়।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় খেসারির ফলন ভালো হবে বলে আশা করছি। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ লাভবান হতে পারেন।’

কৃষকেরা বলছেন, ধানের জমিতে খেসারি চাষ সহজ ও কম খরচের হওয়ায় তারা দিন দিন এর দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগও এই চাষ সম্প্রসারণে সহায়তা করছে। সব মিলিয়ে ঝালকাঠিতে খেসারি ডাল হয়ে উঠছে কৃষকদের নতুন সম্ভাবনার ক্ষেত্র।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে রেললাইনে ব্যবসায়ীর খন্ডিত মরদেহ! পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর মাথাবিচ্ছিন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে

১৯৯১ সালের এইদিনে হাতিয়াবাসী হারিয়েছিলো প্রায় ১০ হাজার তাজা প্রাণ!

মো: দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধি: আজ ভয়াল ২৯ এপ্রিল! এদিন ‘ম্যারি এন’ নামক ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় পূরো উপকূল। লাশের পরে

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ =। সচিবালয়ে মঙ্গলবার সরকারি

চট্টগ্রামে মানবাধিকার ফোরামের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা

Scroll to Top