লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী।
আটককৃতরা হলেন— মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল। তারা কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় ‘মা ফুডস এজেন্সি’ নামের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা সিএনজিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী যাওয়ার পথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাদের থামানোর সংকেত দেয়। তবে তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তল্লাশির পর তাদের কাছ থেকে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।
উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী জানান, আটকদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।