৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নতুন সাত সদস্যের শপথ গ্রহণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নতুন নেতৃত্ব

ঢাকা, ২ মার্চ ২০২৫:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য রোববার (২ মার্চ) শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রদান করেন।

শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান
2. পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী
3. অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন
4. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার
5. বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন
6. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন
7. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম

শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এবং পিএসসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন সদস্যদের নিয়োগের ফলে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পিএসসি ও তার ভূমিকা:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) দেশের সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সংবিধান অনুযায়ী কমিশন স্বাধীনভাবে কাজ করে এবং প্রশাসনে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগে দায়িত্ব পালন করে।

নতুন নেতৃত্বের মাধ্যমে পিএসসির কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তার নিজ

জুয়া ও মাদক প্রতিরোধে ওসির সাথে নান্দাইল নাগরিক ফোরামের মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে জুয়া, মাদক ও ইভটিজিং প্রতিরোধে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর সাথে মতবিনিময়

শাপলা চত্বর ঘটনার তদন্তে এগোচ্ছে ট্রাইব্যুনাল, শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনা নিয়ে তদন্তে অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক

Scroll to Top