২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান ছিল।

অভিযান ও উদ্ধারকৃত অর্থ:

গত ২৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও যৌথবাহিনীর সহায়তায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদক। সেখান থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নগদ অর্থ জব্দ করা হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ব্যাংক হিসাব জব্দ:

দুদকের হেফাজতে থাকা জব্দকৃত টাকা ও অন্যান্য আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করেছে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার হিসাবও স্থগিত করা হয়েছে।

অবৈধ সম্পদের অনুসন্ধান:

গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধানে তার বিরুদ্ধে আমলযোগ্য তথ্য পায়।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top