আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে জামায়াতে ইসলামীর ক্যাডার নেজাম উদ্দিন ও আবু সালেহ নিহত হয়েছেন।
নিহত নেজাম ও আবু সালেহ চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও ১৫-২০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে নেজাম প্রায় ২০ জন অস্ত্রধারী নিয়ে এলাকায় প্রবেশ করেন। স্থানীয় মসজিদ থেকে ‘ডাকাত আসছে’ ঘোষণা দিলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। অস্ত্রধারীরা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে, এতে ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮), আব্বাস উদ্দিন (৩৮) ও ইকবাল নামের একজন গুলিবিদ্ধ হন। পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে নেজাম ও আবু সালেহ নিহত হন, বাকিরা পালিয়ে যান।
নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা ফের সক্রিয় হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।
গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।