৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে হাতকড়া পরা অবস্থায় মাদককারবারি ছিনতাই

আহসান হাবীব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা শহরের মন্দিরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক এক কিশোরকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়ায় তোঁতা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পিও ইসলামকে (১৭) ১২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

তবে আটকের কিছুক্ষণ পরেই স্থানীয় আরিফ (২৬), রাজা (২৩), বিজয় (২২) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের উপস্থিতিতে পিও ইসলামকে ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় সে হাতকড়া পরিহিত অবস্থায় ছিল।

অভিযানের সময় একই বাড়িতে মাদকসেবনরত অবস্থায় মো. ইমরান আলীকে (২৩) হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলামকে জানানো হয়।

পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমরানকে ১০০ টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

“এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থার ২৩টি বৈঠক”— দাবি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, শুধু চলতি মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশছাড়া নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে ক্ষোভ, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পার হলেও এখনো গণহত্যার কোনো দৃশ্যমান বিচার হয়নি। এরই মধ্যে সাবেক মন্ত্রী-এমপিদের দেশত্যাগ ও বিদেশে আয়েশি জীবনযাপনের বিষয়ে সমালোচনা

হত্যা মামলা নিয়েই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে

Scroll to Top