মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
০৫-ই মার্চ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সম্প্রতি দলের শৃঙ্খলা পরিপন্থী কিছু কর্মকাণ্ডে যুক্ত হন, যা দলের নীতি ও আদর্শের পরিপন্থী ছিল। এই কারণে দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিএনপি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপটি সংগঠনের শৃঙ্খলা ও সুস্থিতি বজায় রাখতে নেওয়া হয়েছে। এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের পদ স্থগিতের বিষয়ে দলের পক্ষ থেকে আরও বিস্তারিত জানানো হবে।
তবে, তার স্থগিতকরণের পর তিনি দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং তাকে আগামীতে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।