রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিন মানিককে মারধর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে জীবননালা মহিলা মাদ্রাসার পথ আটকানো নিয়ে বিতর্কের জেরে স্থানীয় রোকন মিয়া ও মজনু মিয়া তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিন মানিককে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিউদ্দিন মানিকের বাবা মো. আলাউদ্দিন জানান, তাদের বাড়ির সামনে থাকা সরকারি গলি দখল করে রোকন মিয়া ও মজনু মিয়া ঘর তৈরি করেছেন। বর্তমানে সেখানে সরকারি ইটের রাস্তা নির্মাণের কাজ চলছে, কিন্তু ওই দুই ব্যক্তি তাদের বাড়ি ও মাদ্রাসার পথ বন্ধ করে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় মহিউদ্দিন মানিককে মারধর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, রোকন ও মজনু বিগত ১৬ বছর ধরে বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছেন। এবারের ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এ ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান হাসপাতালে গিয়ে আহত মহিউদ্দিন মানিকের খোঁজখবর নেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পাংশা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।