১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মোহাঃরকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে শিবগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আমীর মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. দুরুল হোদা আনসারির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, “দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তবে সেই ভূমিকা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণে হওয়া উচিত। অতীতে অপসাংবাদিকতার কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সকল সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য ও কল্যাণমূলক সংবাদ পরিবেশন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ইফতার মাহফিলে সাংবাদিকদের ভূমিকা, সমাজের কল্যাণ এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top