৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইবিতে রোটারেক্ট ক্লাবের ইফতার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবা মূলক সংগঠন রোটার‍েক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর আয়োজন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল, CYB এর সাবেক সভাপতি ত্বকী ওয়াসিফ, CRC এর সভাপতি শাহীদ কাউসার, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল, BNCC সেনা শাখায় CUO আহসান যুবায়ের,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ এবং পনেরো জনের অধিক ভ্যান চালক।

এসময় অতিথিরা ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, প্রয়োজনীয়তা এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে সকলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটার‍্যাক্ট ক্লাব। বর্তামানে বিশ্বের ১৯০টিরও অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের এ যুব সংগঠনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৯২ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।

নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪-১২মে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ মে থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে

সিকৃবি ক্যাফেটেরিয়ার খাবার গুনে কম দামে বেশি

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের উচ্চমূল্য এবং মান নিয়ে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রতিদিনের খাবারের জন্য অতিরিক্ত টাকা গুনতে

গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫

রাজশাহী কলেজে আরসিবিসি’র উদ্যোগে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের( আরসিবিসি) উদ্যোগে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের “Empowering Youth :Engaging & Inspiring Youth in Banking”শীর্ষক

Scroll to Top