৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাবি’র নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্তের সিদ্ধান্ত

মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় নিকাব ও হিজাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্ত করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।

এ সভার সিদ্ধান্ত অনুযায়ী, নারী শিক্ষক, নারী কর্মকর্তা এবং নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা সম্মান রেখে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি, প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহায়তা নেয়া হবে।

এছাড়া, ভবিষ্যতে পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাবনা যাচাই করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা এবং পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে চায়।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং প্রশাসনিক দপ্তরগুলো এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top