মোঃ সাজেল রানাঃ
ঢাকা, ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার): সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন এবং সাইবার হয়রানির ঘটনায় গভীরভাবে উদ্বিগ্নতা প্রকাশ করেছে এনসিপি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জনপরিসরে নারীর নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে।
তারিখ: শনিবার, ৮ মার্চ ২০২৫
সময়: বিকাল ৪:০০ টা
স্থান: জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ
এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন:
– আখতার হোসেন – সদস্য সচিব, এনসিপি
– সারজিস আলম – মুখ্য সংগঠক, এনসিপি
– সামান্তা শারমিন – জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি
– আরিফুল ইসলাম আদীব – জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি
– তাসনিম জারা – জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, এনসিপি
– নাহিদা সারওয়ার চৌধুরী নিভা – জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, এনসিপি
এনসিপি আশা করছে, এই সমাবেশের মাধ্যমে নারীর নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার বিষয়টি জনমানুষের কাছে আরও গুরুত্ব সহকারে তুলে ধরা যাবে এবং কর্তৃপক্ষের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা যাবে।