খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সরাইল সদর ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়েছে । ৭ মার্চ শুক্রবার সরাইল উপজেলা কৃষক দলের কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব কৃষক দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে তৃনমুলে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে সরাইল উপজেলা কৃষক দলের প্যাডে আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে জনাব রওশন আলীকে আহ্বায়ক ও জনাব আবু শাহ মুন্সিকে সদস্য সচিব মনোনীত করা হয়।
পুরো কমিটির তালিকা দেখতে ক্লিক করুন
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক জানাব মশিউর রহমান খান বলেন শহীদ জিয়ারকৃষক দল সদর আদর্শ বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং রাষ্ট্র পূর্ণ গঠনের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এই কমিটি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু বলেন নবগঠিত কৃষক দলের সদর ইউনিয়নের এই কমিটি সরাইল সদর ইউনিয়নে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে আশা রাখি।
নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব তাদের প্রতিক্রিয়ায় বলেন আমাদের উপর উপজেলা নেতৃবৃন্দ যে দায়িত্ব অর্পণ করেছেন আমরা তা যথাযথভাবে পলন করে দলকে শক্তিশালী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।