১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত মৌলভীবাজার-৪ কমলগঞ্জ -শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। মোঃ আব্দুর রব

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, কমলগঞ্জ প্রতিনিধিঃ

বৃহত্তর সিলেটের রাজনীতির একজন নির্ভোল ,পরিচ্ছন্ন, নিরংকার মানুষ মোহাম্মদ আব্দুর রব। একজন প্রতিভাবান আইনজীবি, শিক্ষানুরাগী ও সামাজিক ধীশক্তিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে ব্যপক, সমাদৃত। বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধকে ধারন করে বেড়ে উঠা একজন আলোকিত ও সজ্জন ব্যক্তিত্ব তিনি।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের এক সম্রান্ত-মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মরহুম মো. আব্দুল খালিক কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। মরহুম আব্দুল খালিক সাহেবের ২য় সন্তান মোহাম্মদ আব্দুর রব ভান্ডারীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। কমলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় হইতে এস এস সি ও ১৯৯৪ সালে এইচ. এস. সি কৃতিত্বের সহিত পাস করেন।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইতে পলিটিকাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগ হইতে বি এস এস অনার্স ও এম. এস এস ডিগ্রী অর্জন করেন। পরবরতীতে এল.এল.বি এবং এল.এল.এম ডিগ্রী অর্জন করেন।

মোহাম্মদ আব্দুর রব ছোটবেলা থেকেই ইসলামী আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আবাসন সমস্যা, ডাইনিং, শিক্ষা ব্যয় বৃদ্ধি কমানো সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।তাছাড়া তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ছিলেন, সাবেক সিলেট মহানগর সভাপতি, সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সহকারী সেক্রেটারী হিসেবে মেধা, যোগ্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি ল’ইয়ার্স কাউন্সিল সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের অনেক গুলো সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করছেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, রেডক্রিসেন্ট সিলেট ইউনিট, আঞ্জুমানে খেদমতে কুরআন এর আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুর রব।

নিরলসভাবে শিক্ষা ক্ষেত্রে তিনি ব্যাপক অবদান রেখে চলেছেন।তিনি অত্যন্ত মেধাবী, চৌকস, শিক্ষানুরাগী। আল আমীন জামেয়া ইসলামিয়া, মেজরটিলা সিলেট এর গর্ভনিং বডির সদস্য হিসেবে ও কমলগঞ্জ ইসলামিক সোসাইটির সাধারণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট সহ গোটা বিভাগের বিভিন্ন দাবী-দাওয়া আদায়ে সোচ্ছার ভূমিকা রেখে চলছেন। তাছাড়া আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি সরব ভূমিকা রেখে চলছেন। কর্মজীবনের শুরুতে তিনি জালালাবাদ কলেজে শিক্ষকতা পেশায় সম্পৃক্ত ছিলেন। তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে কাজ করে চলছেন। ৬ সন্তানের জনক মোহাম্মদ আব্দুর রব এর স্ত্রী আয়েশা আক্তার উচ্চ শিক্ষিত মহিলা। তিনি অধ্যাপনা পেশায় সম্পৃক্ত ছিলেন। বাল্যকাল থেকেই মানব সেবার এই আলোকিত পথে অবিরাম পথ চলা।
জন দরদী,শিক্ষানুরাগী, মানবপ্রেমিক পরিশ্রমী মানুষ মোহাম্মদ আব্দুর রব কে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার-৪ ( কমলগঞ্জ – শ্রীমঙ্গল) বাসীর সেবায় নিবেদিত।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তজুমদ্দিন জামায়াতে ইসলামি এর ইউনিয়ন সহযোগী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলাধীন ৩ নং চাঁদপুর ইউনিয়ন সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪মে) রোজ বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোঃ আব্দুর রশিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার

সান্তাহারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা ও

নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি  আঃ আজিজ খলিফার বিরুদ্ধে এলাকার  প্রভাবশালী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

Scroll to Top