পাবনা, ৯ মার্চ, ২০২৫ (রবিবার): পবিত্র মাহে রমাদান উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থ-সহ কুরআন শরীফ বিতরন করেছে ইসলামী ছাত্রশিবির, পাবনা শহর শাখা।
আজ, ৯ই মার্চ, রবিবার ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ (বাংলা অর্থসহ) বিতরন করা হয়।
এ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেন, “রমাদান মাসের পবিত্রতা বজায় রাখতে এবং সমাজের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজানে পবিত্র কুরআন পড়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
কিন্তু আমরা পবিত্র কুরআন পড়লেও এর অর্থ বুঝতে পারিনা।
তাই অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
এছাড়া, শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।