৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পুলিশের ডিজিটাল রূপান্তরে সরকারের ৪ উদ্যোগ: কমান্ড অ্যাপ, নারী নির্যাতন শর্টকোড, অনলাইন জিডি-এফআইআর ও ট্র্যাকিং সফটওয়্যার

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

পুলিশ বাহিনীর কার্যক্রম ডিজিটাইজেশন ও নাগরিক সেবার গতিশীলতা বৃদ্ধিতে চারটি যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য *‘পুলিশ কমান্ড অ্যাপ’, নারী নির্যাতন প্রতিরোধে **শর্টকোড সেবা, অভিযোগ ব্যবস্থাপনায় **ইন্সিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার* এবং অনলাইনে *জিডি-এফআইআর* করার সুবিধা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এসব উদ্যোগের বিস্তারিত ঘোষণা দিয়েছেন।

১. পুলিশ কমান্ড অ্যাপ: যোগাযোগে নিরাপত্তা ও দক্ষতা*
পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত ও সময়ানুবর্তিতা বাড়াতে তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তথ্য পাচার ও সময়ক্ষেপণের ঝুঁকি থাকায় আইসিটি বিভাগ এই অ্যাপ তৈরির কাজ শেষ করেছে। এতে তিনটি স্তরে কর্মকর্তাদের সংযুক্ত করা হবে:
– *টিয়ার-১:* আইজিপি ও শীর্ষ কর্মকর্তারা।
– *টিয়ার-২:* পুলিশ হেডকোয়ার্টার, রেঞ্জ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।
– *টিয়ার-৩:* থানা পর্যায় (বর্তমানে সংযুক্ত নয়)।

অ্যাপটির প্রোটোটাইপ তৈরি সম্পন্ন হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে উন্নয়ন চলমান বলে জানান তৈয়্যব।

*২. নারী নির্যাতন প্রতিরোধে শর্টকোড ও নারী অপারেটর*
নারীরা যাতে নিরাপদে সহিংসতার অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যে চালু হবে বিশেষ *৪ ডিজিটের শর্টকোড। কল সেন্টারে শতভাগ নারী স্টাফ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান জাতীয় হেল্পলাইনের পাশাপাশি এই নতুন সেবা যুক্ত হবে। তবে জীবন রক্ষাকারী সেবা **৯৯৯*-এ একীভূত করা হচ্ছে না, কারণ এর ক্যাপাসিটি বাড়ানো সময়সাপেক্ষ।

 

*৩. অনলাইনে জিডি-এফআইআর ও স্বয়ংক্রিয় রাউটিং*
অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) এবং এফআইআর করার প্রক্রিয়া সহজ করা হচ্ছে। অভিযোগ দাখিলের পর কল সেন্টার থেকে সংশ্লিষ্ট থানায় স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছে যাবে। এ জন্য থানার কর্মকর্তাদের ফোন নম্বরের ডাটাবেজ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি, *ইন্সিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার*-এর মাধ্যমে প্রতিটি অভিযোগের অগ্রগতি রিয়েল-টাইমে মনিটরিং করা সম্ভব হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

*৪. ‘পুশ টু টক’ অ্যাপ: হোয়াটসঅ্যাপের বিকল্প*
তথ্য পাচার রোধে আইসিটি বিভাগ তৈরি করছে *‘পুশ টু টক’* নামের একটি নিরাপদ যোগাযোগ অ্যাপ। বর্তমানে পুলিশ সদস্যদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে এআই প্রযুক্তির মাধ্যমে তথ্য কপির ঝুঁকি থাকলেও নতুন অ্যাপে এনক্রিপ্টেড যোগাযোগের ব্যবস্থা থাকবে।

*কারিগরি সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা:*
উদ্যোগগুলো বাস্তবায়নে আইসিটি বিভাগ পূর্ন ফোকাশ দিচ্ছে। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান ত্বরান্বিত হলে পুলিশের কাজের চাপ কমবে এবং নাগরিকদের সন্তুষ্টি বাড়বে। ইতোমধ্যে কমান্ড অ্যাপের টেস্টিং চলছে এবং শর্টকোড সেবা কয়েকদিনের মধ্যেই চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

Scroll to Top